মাসুদ আলম, চলচ্চিত্র প্রতিবেদক: বলিউড বাদশা শাহরুখ খান ‘পাঠান’ সিনেমা দিয়ে চার বছর পর দর্শকদের সামনে এসেছেন। মুক্তির পর থেকে শাহরুখের ‘পাঠান’ এর ঝড় যেন থামতেই চাইছে না। তার সিনেমাটি বর্তমানে হলের টিকিট কাউন্টারে একক রাজত্ব চালাচ্ছে। সিনেমাটি ২৫ জানুয়ারি মুক্তির পর থেকে বক্স অফিসে যে সাইক্লোন বয়ে যাচ্ছে-তা দেখে সবাই বিস্মিত।
শুধু তা-ই নয়, হিন্দি চলচ্চিত্র শিল্পের ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে ‘পাঠান’। অ্যাকশন স্পাই-থ্রিলার ঘরোনার এই সিনেমা এরই মধ্যে অতীতের সব নজির ভেঙে নয়া রেকর্ড গড়ছে । ১৭তম দিনে বিশ্বব্যাপী এই ছবির আয় প্রায় ৯০১ কোটি। তবে ‘বাহুবলী’কে ছুঁতে এখনও ৯৯ কোটির অঙ্ক পার করতে হবে ‘পাঠান’কে।
হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় এই মুহূর্তে দ্বিতীয় ব্যবসায়িক ভাবে সফল ছবি হিসাবে জায়গা করেছে ‘পাঠান’। প্রথম স্থানে রয়েছে এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’। দেশে এই ছবির হিন্দি ভার্সান ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটি । যদিও সামগ্রিক ভাবে এই ছবি আয় করেছে হাজার কোটিরও বেশি । আগামী কয়েক দিনেই ‘বাহুবলী ২’ ছবির এই নজির টপকে যেতে পারে ‘পাঠান’। শুক্রবার পর্যন্ত ‘পাঠান’ ছবির ভারতে আয়ের সংখ্যাটা ছিল ৫৫৮.৪০ কোটি । ১৭তম দিনে বিদেশ থেকে এই ছবির আয় ছিল ৩৪২ কোটি। সাকুল্যে ৯০১ কোটি ঘরে তুলেছে এই ছবি। সিনে বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই বাহুবলীকে ছুঁয়ে ফেলবে এই ছবি। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চার নম্বর ছবি ‘পাঠান’। এর আগে প্রযোজনা সংস্থা ‘এক থা টাইগার’, ‘ওয়ার’-এর মতো স্পাই সিনেমা নির্মাণ করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’।
Leave a Reply