ঐতিহাসিক গল্পের নাটক নবাব সিরাজ উদ্দৌলা মঞ্চস্থ হতে যাচ্ছে লাকসাম স্থানীয় পাইলট হাইস্কুল মঞ্চে।
লাকসাম পৌরসভার পৃষ্ঠপোষকতায় স্থানীয় থিয়েটার কর্মীগনের অংশগ্রহনে মীরন চরিত্রে পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের অভিনয় করবেন বলে জানা যায়। এছাড়া নাটকটি পরিচালনার পাশাপাশি সিরাজ চরিত্রে অভিনয় করবেন পৌর কাউন্সিলর মোঃ গোলাম রাব্বানী। গোলাম রাব্বানী বলেন, “আমি ছোট বেলা থেকে মঞ্চ নাটকের সাথে জড়িত ছিলাম, আজ আমার যতটুকু পরিচিতি তার সিংহভাগ নাটক করার কারনেই। আমি বেছে বেছে লাকসামের সাবেক ও বর্তমান প্রায় সকল গুনি শিল্পীদের নাটকটিতে একত্র করেছি। সবাই আনন্দ নিয়ে আমাকে কাজটি করতে পর্যাপ্ত সহায়তা করছে বলেই মাত্র ছয় মাসে নাটকটি মঞ্চস্থ করার উপযোগী হয়ে উঠেছে।” তিনি মনে করছেন, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাত ঘটিকায় নাটক দেখতে হাজারো দর্শকের উপস্থিতিতে ঝিমিয়ে পড়া নাট্যাঙ্গন জাগ্রত হবে।
নাটকটিতে আরও অভিনয় করবেন, লুৎফা চরিত্রে,- মুনমুন জাহান, আলেয়া চরিত্রে- সুমামা তারান্নুম স্নেহা, গোলাম হোসেন চরিত্রে- জি.এম.এস রুবেল, মীর জাফর – বেলায়েত হোসেন, রাজা রাজবল্লভ – খোকন সাহা, জগৎ শেঠ- অর্জুন সাহা, মাঝি- মোজাম্মেল হোসেন পেয়ার, মোহন লাল- ফারুক নাজমুল হোসেন, ওয়াটস – মোঃ জাহাঙ্গীর আলম, মীর মদন – আব্দুল জলিল, রায় দূর্লভ – মনির, উমি চাঁদ – মোহন দেবনাথ, সিনফ্রে ও মোহাম্মদী বেগ – এ.কে.এ কালাম সওদাগর, সৈনিক ও ১ম লোক – অঞ্জন সাহা, ২য় লোক – লিটন দেবনাথ, ৩য় লোক – চুন্নু, ৪র্থ লোক – শাহিন খন্দকার, ঘাতক ও মীর জাফরের রক্ষী- প্রনয় রায়, প্রতিহারি – মোঃ ছবির আলম ও মীর কাসিম চরিত্রে – জুয়েল সাহা বাপ্পি প্রমুখ।
Leave a Reply