মাসুদ আলম, চলচ্চিত্র প্রতিবেদক: যশ দাশগুপ্তের একদিকে নুসরাত জাহান, আরেক দিকে ঋতুপর্ণা সেন। সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও শেয়ার হওয়ার পরেই নেটিজেনদের মুখে প্রশ্ন, ব্যাপারটা কী? এবার নুসরাত ও ঋতুপর্ণার সঙ্গে একই ছবিতে অভিনয় করতে চলেছেন টলিউডের নায়ক যশ।
মুকেশ পাণ্ডের ‘পাণ্ডে মোশন পিকটার্স’ প্রযোজিত এই ছবি গ্রামবাংলার প্রেক্ষাপটে একটি থ্রিলার ছবি। এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে যশ ও ঋতুপর্ণাকে। দুই অভিনেতাই বর্তমানে ব্যস্ত মুম্বইয়ের কাজে। তবে বাংলায় নতুন জুটি হিসেবে কাজ করতে অত্যন্ত আগ্রহী দুজনেই।
এই ছবির প্রেক্ষাপট হিসেবে দেখানো হয়েছে শান্তিপুর নামের একটি জায়গাকে। সেখানকারই এক চরিত্র দেব। গোটা এলাকার বিভিন্ন এলাকার বৃদ্ধ ও শিশুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাঁর স্বভাব। যে কোনও রকম সমস্যায় শান্তিপুরের অধিবাসীরা পাশে পান দেবকে। সেখানকার মানুষ দেবতার মতোই পুজো করেন দেবকে। পর্দায় এই চরিত্রটি ফুটিয়ে তুলবেন যশ। শান্তিপুরেই বদলি হয়ে আসেন সরকারি অফিসার অগ্নি। তিনি একজন একা মা। বিভিন্ন বিতর্ক তাঁকে মুখোমুখি দাঁড় করায় দেব ও অগ্নিকে। পর্দায় অগ্নির চরিত্রকেই ফুটিয়ে তুলবেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
ছবির নাম ‘শিকার’। এই নতুন ছবির ভিডিও শেয়ার করে নুসরাত লিখলেন, ‘জঙ্গলে তো সবাই যায় কিন্তু শিকারের দম ক’জনের থাকে?’ ছবিটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা। তবে ভিডিও শেয়ার করলেও, ছবি নিয়ে মুখ খোলেননি নুসরাত, যশ ও ঋতুপর্ণা।
‘গ্যাংস্টার’, ‘ওয়ান’, ‘এসওএস কলকাতা’ যশের উল্লেখযোগ্য ছবি। তার এই সিনেমা সফরের মাঝে গতবছর তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তখন অনেকের মনে প্রশ্ন জেগেছিল যে, ফিল্ম এবং রাজনীতি তিনি কীভাবে ব্যালেন্স করেন। এবার দেখার বলিউডের খাতায় নাম লেখানোর পর তার ফিল্ম কেরিয়ার কোন দিকে মোড় নেয়।
Leave a Reply