আমেরিকা প্রবাসী নাট্যকার খান শওকত এর ৬টি নাটক নিয়ে আয়োজিত দুইদিন ব্যাপি বঙ্গবন্ধু নাট্যৎসবের ১ম দিন নাটঘর রেপার্টরির পরিবেশনা ‘মহাচক্রান্তে বাকশাল’ নাটকটি মঞ্চায়িত হয়েছে।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুরে নাটকটি মঞ্চায়িত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে খান শওকত সৃষ্ট ৩৫টি নাটকের অন্যতম “মহা চক্রান্তে বাকশাল” নাটকটিতে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের ইতিহাসটি তুলে ধরা হয়েছে, নাটকটি নির্দেশনা দেন শাহজাহান শোভন। নাটঘর রেপার্টরির প্রযোজনায় নির্মিত এই নাটকে খন্দকার মোস্তাক চরিত্রে অভিনয় করেন উজ্জ্বল লস্কর এবং মাহবুবুল আলম চাষি চরিত্রে জি.এম.এস রুবেল অভিনয় করেন। নাটকের নেপথ্যে শাহজাহান শোভন, মোঃ রাকিবুল ইসলাম ও নুশরাত জাহান শুদ্ধি কাজ করেন।
এদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু নাট্য উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধন সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
দুদিনব্যাপী নাট্য উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম আব্দুস সালাম, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও ডুুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক মো. সাঈদ মাহাদী সেকেন্দার সহ স্থানীয় আওয়ামী লীগ ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাংলাদেশ আমেরিকা কালচারাল সোসাইটি এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আমেরিকা কালচারাল সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মেসবাহুল আলম টুটুল।
Leave a Reply