২৫ফেব্রুয়ারী শনিবার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুরে আমেরিকা প্রবাসী নাট্যকার খান শওকত এর রচিত নাটক নিয়ে আয়োজিত দুইদিন ব্যাপি বঙ্গবন্ধু নাট্যৎসবের ২য় ও শেষ দিনে ঢাকার “নাট্যভূমি” শহীদ রাসেল নাটকটি মঞ্চায়ন শেষে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উৎসব আয়োজক খান শওকত।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা ও হত্যা পরবর্তি পরিস্থিতি নিয়ে রচিত নাটকটিতে নির্দেশনা দেন নাট্যভূমীর প্রতিষ্ঠাতা দলপ্রধান শাহজাহান শোভন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন,শেখ রাসেল – নুশরাত জাহান শুদ্ধি, আব্দুল মান্নান – শাহজাহান শোভন, ইমাম – মোঃ রাকিবুল ইসলাম,মিলিটারি – আশরাফুল শ্রাবণ, লাশ বাহক – উজ্জ্বল লস্কর এবং মিউজিক পরিচালনা করেন – জি.এম.এস রুবেল। নেপথ্যে কাজ করেন সাবিনা আক্তার।
উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে খান শওকত সৃষ্ট ৩৫টি নাটকের মধ্যে উল্লেখযোগ্য ৬টি নাটক নিয়ে ২দিন ব্যাপী নাট্যৎসবটি আয়োজন করে বাংলাদেশ আমেরিকা কালচারাল সোসাইটি।
Leave a Reply