মাসুদ আলম, চলচ্চিত্র প্রতিবেদক::: ‘প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়’- ‘পরাণ’ সিনেমার এমন কথার মিষ্টি রোমান্টিক গানে তরুণ-তরুণী থেকে শুরু করে পুরো দেশ মেতে ওঠে। গেল বছরের ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমার এ গানটি সুপারহিট তকমা পায়। এই গানটির জন্য বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেলেন সংগীতশিল্পী আতিয়া আনিসা। ‘চলো নিরালায়’ গানে কন্ঠ দেওয়ার জন্য তাকে ‘আনন্দ লহরী পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২২’ পদক প্রদান করা হয়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মাধ্যমে গায়িকার হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় সঙ্গে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত আতিয়া আনিসা বলেন, ‘শুরুর দিকে ভাবিনি যে গানটি এত ভালো সাড়া পাবে। এত এত মানুষ গানটিকে ভালোবাসা দিচ্ছেন, পছন্দ করেছেন; এর জন্য সবার প্রতি আন্তরিক ভালোবাসা। এর জন্য কৃতজ্ঞতা নাভেদ পারভেজ, জনি হক, অয়ন চাকলাদার ভাইয়াদের প্রতি।’ তিনি আরও বলেন, ‘ স্বীকৃতি পাওয়াটা অনেক বেশি আনন্দের, সেই সঙ্গে দায়িত্ববোধেরও। আমি অনেক বেশি আনন্দিত, দায়িত্বও বেড়েছে। এই গানটি সবসময় আমার জন্য অন্যরকম এক অর্জন হয়ে থাকবে। তাই এখন শুধু একটাই চাওয়া- ভালো গান করা।’
এদিকে ম্যাগাজিন পত্রিকা আনন্দ লহরীর এই আয়োজনে এবার আজীবন সম্মাননা জানানো হয়েছে কিংবদন্তি সুরকার সুজেয় শ্যামকে। বিশেষ সম্মাননা পদক দেওয়া হয়েছে অভিনয়শিল্পী দিলারা জামান ও আমিরুল হক চৌধুরীকে।
এ আসরে নিজ নিজ কাজের জন্য আরও পুরস্কৃত হয়েছেন অভিনয়ে সজল, আশনা হাবিব ভাবনা ও সামিরা খান মাহি, সংগীত পরিচালনায় ইমন চৌধুরী, গীতিকবিতায় জনি হক, এনামুল কবির সুজন ও রিপন মাহমুদ, কণ্ঠে অয়ন চাকলাদারসহ অনেকেই।
Leave a Reply