1. atique.kishorbddac@gmail.com : Mohammad Atiqur Rahman : Mohammad Atiqur Rahman
  2. laksamitinfo@gmail.com : gms Rubel : gms Rubel
  3. 20krishtibangla23@gmail.com : kristiadmin :
  4. shajahanshobhan@gmail.com : Shajahan Shobhan : Shajahan Shobhan
November 14, 2024, 8:27 pm
সর্বশেষ :
আনন্দমুখরতায় লাকসাম প্রেস ক্লাবে সদস‍্য বরণ সাংবাদিক সৈয়দ আতিকের পিতা আলহাজ্ব সাইদুর রহমানের ১ম মৃত্যুবাষিকী আজ তোমার আমার প্রেম পরী কন‍্যা ——————-পরী কণ্যা টঙ্গীতে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ গাজীপুর মহানগর কমিটিতে স্থান পাওয়ায় গাছা থানার ৫ নেতাকে ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা টঙ্গীর ছেলে পরিচালক সামছুল ইসলাম স্বপন পরিচালিত ।। লন্ডনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ‘লতিকা’ গাজীপুরের মঞ্চস্থ হলো ভাওয়াল থিয়েটারের নতুন প্রযোজনা “স্বপ্নকথা” জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, গাজীপুরের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ভাগ হয়নি নজরুল, হতে পারে না।”কাওরাইদে অনুষ্ঠিত ১২৫তম নজরুল জন্মজয়ন্তীতে বলেছেন ড. দিপু মণি কবিতা ছলনা, লেখক আরিফুল ইসলাম

‘প্রশান্তি সফর’ এ টেলিভিশন নাট্যকার সংঘ

  • Update Time : Tuesday, March 7, 2023
  • 231 Time View

মাসুদ আলম:: টেলিভিশন নাট্যকারদের সংগঠন ‌‘টেলিভিশন নাট্যকার সংঘ’ তাদের নাগরিক জীবন থেকে স্বস্তি পেতে  শুক্রবার (৩ মার্চ) ঢাকার অদূরে সাভারের পল্লী বিদ্যুতে অবস্থিত হাবিব গার্ডেন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজন করে এক প্রশান্তি সফরের। আয়োজনে সংগঠনটির দুই শতাধিক সদস্য ও তাদের পরিবারবর্গ ও টেলিভিশন মিডিয়ার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন টিভি চ্যানেলের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রশান্তি সফরে দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে ছিল নানান খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। এর পাশাপাশি প্রশান্তি সফরে অংশ নেওয়া নাট্যকাররা হাবিব গার্ডেন অ্যান্ড কনভেনশন সেন্টারে অবস্থিত লেকের নৌকায় ভ্রমণ করেছেন, দৃষ্টিনন্দন সুইমিংপুলে সাঁতার কেটেছেন ও ফ্রি মেডিকেল চেকআপের সুবিধা পেয়েছেন।

টেলিভিশন নাট্যকার সংঘের ‘প্রশান্তি সফর’ এ ছাড়া স্পন্সর প্রতিষ্ঠান ‘নগদ’ অনুষ্ঠান স্থলে বিশেষ বুথ স্থাপন করে প্রশান্তি সফরে আগতদের বিনামূল্যে কাস্টমার কেয়ার সুবিধা দিয়েছে।

অনুষ্ঠানে খ্যাতিমান নাট্যকার ও মিডিয়া ব্যক্তিত্ব মামুনুর রশীদ, মাসুম রেজা, বৃন্দাবন দাস, আজিজুল হাকিম, দেওয়ান শামসুর রকিব, এজাজ মুন্না, অরণ্য আনোয়ার, মনোয়ার হোসেন পাঠান, জিনাত হাকিম, উদয় হাকিম, এস এ হক অলীক, অনন্ত হিরা, ফরিদুল হাসান, কামরুজ্জামান সাগর, গোলাম রাব্বানী, কুদরত উল্লাহসহ নাট্যাঙ্গনের অনেকেই প্রশান্তি সফরে উপস্থিত ছিলেন। টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি হারুনুর রশিদের উপস্থিতিতে টেলিভিশন নাট্যকার সংঘের পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় নাট্যকার-অভিনেতা আবুল হায়াত ও নাট্যকার ড. মইনুল খানকে।

টেলিভিশন নাট্যকার সংঘের ‘প্রশান্তি সফর’ প্রশান্তি সফরের প্রধান সমম্বয়ক ছিলেন টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক আহসান আলমগীর। আয়োজক কমিটির পক্ষে আহবায়ক আজম খান ও সদস্য সচিব পারভেজ ইমাম অনুষ্ঠান সফল করতে বলিষ্ঠ ভূমিকা রাখেন।

নগদের স্পন্সরে প্রশান্তি সফরের কো-স্পন্সর ছিল ওয়ালটন, ভিসতা ইলেক্ট্রনিক্স, বাণীচিত্র, নকশি কাঁথা, বইফেরী ডটকম, আরএকে সিরামিক ও শমরিতা হসপিটাল। টিভি মিডিয়া পার্টনার হিসেবে ছিল আরটিভি ও চ্যানেল আই। রেডিও পার্টনার ছিল রেডিও ভূমি। পরিবহন পার্টনার হিমাচল পরিবহন ও মেডিকেল পার্টনার হিসেবে ছিল ইনসাফ বারাকা কিডনী ও জেনারেল হসপিটাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্ব স্বত্ত সংরক্ষিত © ২০২৩ কৃষ্টি বাংলা নিউজ
প্রস্তুত কারক: Laksam IT - 01712-808501