পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লীড শিক্ষা প্রতিষ্ঠান মালাদাম আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব ২২মার্চ শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মো.মোজাহারুল হক প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম প্রমানিক, গর্ভনিং বড়ির সভাপতি প্রফেসর বাবু সত্যেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা চান মিয়া,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কালিপদ রায়।শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিপেন চন্দ্র রায়।২১ মার্চ উৎসবের প্রথম দিনে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা মোট২৬ ইভেন্ট ১৩০জন ছেলে মেয়ে অংশ গ্রহণ করে।২২মার্চ সমাপনী দিবসে দুপর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম প্রহরে “আমার মাটি,আমার প্রাণ,গাইবো মোরা সাম্যের গান” শিরোনামে গ্রন্থিত ১০মিনিট স্থায়ী এক হৃদয়গ্রাহী কোরিওগ্রাফিতে ৪০জন ছেলে মেয়ে অংশ গ্রহণ করে, যার নেপথ্যে ছিলো ষড়ঋতু সাহিত্য একাডেমি পঞ্চগড়ের শিশুনাট্য কর্মী মো.নাছিবুর রহমান নাবিল। দ্বিতীয় প্রহরে
“চলো গাই সুন্দরের জয়গান”, শিরোনামে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সঙ্গীত ও নৃত্যকলায় মূখরিত হয়ে উঠে মঞ্চ।পরে নাট্যকার রহিম আবদুর রহিম রচিত ও নির্দেশিত হাসির নাটক ” দোজখের আগত-পাছত”মঞ্চস্থ হয়।
Leave a Reply