পঞ্চগড় প্রতিনিধি :বিশ্বপরিবেশ দিবসে পঞ্চগড় সচেতন ছাত্র সমাজের ব্যানারে দিনব্যাপী ‘সবুজ সপ্তাহ’ পালন করা হয়েছে। সপ্তাহের প্রথম দিন ৫জুন সোমবার বিভিন্ন স্কুলে কলেজের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ, পলিথিন বর্জন,বায়ু, পানি এবং শব্দদূষণ প্রতিরোধে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় কর্মসূচি পালনের আহব্বান জানিয়ে সচেতনামূলক প্রচারণা চালানো হয়। জাবাল-ই- নূর জুবায়ের ও শাদমান ফিদা অয়নের নেতৃত্ব এই সচেতনতামূলক কর্মকান্ড পরিচালিত হয়।তাদের এই কর্মসূচিতে স্বতস্ফূর্ত উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও নাট্যকার রহিম আব্দুর রহিম,লেখক ও শিক্ষক মো.শহীদুল ইসলাম, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বি পি)সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মো জোবায়ের ইসলাম, পঞ্চগড় শিশু-কিশোর বিদ্রোহী থিয়েটার ও ষড়ঋতু সাহিত্য একাডেমি জগদল পঞ্চগড়ের শিশু কিশোররা।৫ জুন”বিশ্ব পরিবেশ দিবস” উপলক্ষ্য বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচি “Green week(সবুজ সপ্তাহ)”এর বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে,এই সংগঠন এধরণের আয়োজনে করে।অপর দিকে ‘মানবতার পঞ্চগড়’ নামের একটি সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বৃক্ষরোপণ করেছে।কিশোর নূর আমিন ও আবু সাঈদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়েছে।পরে তারা জালাসী ও চানপাড়া গ্রামের মহিলাদের নিয়ে পরিবেশ বিষয়ক উঠোন বৈঠকে মিলিত হোন।
Leave a Reply