স্টাফ রিপোর্টার: কলিকাতার মিনার্ভা থিয়েটারে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত বাংলা নাট্যমেলায় ৫ জুলাই বাংলাদেশের নাটক পশুর বয়ান মঞ্চস্থ হয়েছে।কলিকাতার এসো নাটক শিখি আয়োজিত দুইদিনব্যাপী নাট্যমেলায় ভারতের পশ্চিমবঙ্গের কলিকাতা,নদীয়া,দার্জিলিং,দক্ষিণ ২৪পরগণা ও হাওড়া জেলার থেকে আরও ৫টি শিশু নাট্যদল অংশ গ্রহণ করে।বাংলাদেশ থেকে একমাত্র অংশ গ্রহণকারী পঞ্চগড় শিশু-কিশোর বিদ্রোহী থিয়েটার।পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম শিশু নাট্য সংস্থা ‘এসো নাটক শিখি’আয়োজিত নাট্যমেলার সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলো পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমি।উদ্বোধনী দিবসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের প্রখ্যাত নাট্য নির্দেশক ও অভিনেতা অশোক মুখোপাধ্যায়, কলিকাতাস্থ বাংলাদেশ ডিপুটি হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি শেখ মারেফত তারিকুল ইসলাম। পুরো উৎসবটির সঞ্চালনায় ছিলেন আকাশবানী কলিকাতার ঘোষক মিতালী ভট্টাচার্য। প্রথমদিনের প্রথম নাটক,বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক নাটক’বাইগার পাড়ের বাঙালি,’ নাট্যকার রহিম আব্দুর রহিম রচিত, তাপস দাস নির্দেশিত নাটকটির প্রযোজনায় ছিলো,পশ্চিমবঙ্গ-কলিকাতার লীড শিশু নাট্য সংস্থা,’এসো নাটক শিখি। নাটকের শ্রেষ্ঠাংশের অভিনেতারা হলেন,সৌম্যজিৎ,সৃজন,অর্ক,সুজয়,সমুদ্র,অর্নিবাণ,আদিত্য,সায়ন,আদিক,প্রিয়ব্রত,আদর্শ, ত্রিদিব,অংশমান, প্রসেনজিৎ, সৈকত, নীলাদ্রি শৌণিক,সুস্মিতা, প্রান্তিক, সৃজিত, স্বাগত, সবুজ, সৌরকান্তি, সোম , সৌনক, অয়ন্তিকা, অরত্রিকা,অদ্রিজা,সোনিয়া,সুদেষ্ণা,অমৃতা,ঠিষ্টাতা,উপাসনা ও সমৃদ্ধি। দ্বিতীয় পরিবেশনা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪পরগণার সাউদ গড়িয়া শিশু নাট্যচর্চা কেন্দ্রের প্রযোজনা ‘যন্ত্রণা’। ডক্টর তাপস দাস রচিত নাটকটির নির্দেশানায় ছিলেন অয়ন চট্রোপাধ্যায়।’ নাটকের শ্রেষ্ঠাংশের অভিনেতারা হলো,রিংকি,প্রত্যুষ,শুক্লা,সৃজিতা, রিমঝিম,তিশা,রূপম,সার্থক, স্মৃতি,তিয়া,ঋতু,প্রিয়া,দ্বীপ,তন্ময়,পিউ, ইশান ও অয়ন। উদ্বোধনী দিনের শেষ নাটক,’রহিম আব্দুর রহিম রচিত ও নির্দেশিত পঞ্চগড় শিশু-কিশোর বিদ্রোহী থিয়েটারের ,’পশুর বয়ান।’ অত্যন্ত আবেগতাড়িত নাটকে উপস্থিত হয়েছে প্রকৃতি,পরিবেশের উপর মানবসভ্যতার জোর জুলুমের আর্তচিৎকার। সভ্যতার নিষ্ঠুর,নির্মম অত্যাচারের কথা অকপটে ব্যক্ত করেছে,অবলা প্রাণ- প্রাণিরা। এই নাটকে যারা অভিনয় করে,তারা হলো, সপ্তম শ্রেণি’র অর্পণ দাস,প্রথম শ্রেণি’র পিউশ রায়, বিরাট মহাপাত্র, অভিনব পোল্লে,দ্বিতীয় শ্রেণি’র শ্রীজিৎ মন্ডল,ষষ্ঠ শ্রেণির কিংশুক অধিকারী, শিশু শ্রেণির সায়ন মজুমদার, তৃতীয় শ্রেণির তপোময় দেব,ও চতুর্থ শ্রেণি’র রুদ্রম বিশ্বাস । পঞ্চগড় শিশু-কিশোর বিদ্রোহী থিয়েটার নাট্যকর্মী পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি’র শিক্ষার্থী মো. নাছিবুর রহমান নাবিলের দক্ষ আবহসঙ্গীতে প্রাণান্ত এবং আবেগতাড়িত হয়ে উঠে নাটকের প্রবাহকাল।
৬জুলাই বৃহস্পতিবার সন্ধায় প্রথম প্রযোজনা ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া থিয়েটার অ্যাকাদেমি’র নাটক ‘জোলা ও সাতভূত’। উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর গল্প অবলম্বনে নির্মিত ও সুশান্তবাগ নির্দেশিত নাটকে অভিনয় করে,শিশুশিল্প সুরজিৎ, অনুষ্কা, অঙ্কিতা, অর্ণব, বনশ্রী, সৌম্যদীপ(বড়), তিথি, তুষার, সৌম্যদীপ (ছোট) তুহিনা, কোয়েল, ত্রিদিব ও পূর্বাদ্রি।দ্বিতীয় নাটক, কালাচাঁদ দাস রচিত ও নির্দেশিত চাকদহ উদয়নগর শিশু নাট্যম প্রযোজিত ‘মুঠোবন্দী’,নাটকে অভিনয় করে ,অরিন, শিবম, শুভপ্রিয়, রাহুল, কোয়েল, শুভশ্রী, স্বন্তিকা, টিনা ও শ্রুতি।সমাপনী প্রযোজনা দার্জিলিং জেলার শিলিগুড়ি শিশু নাট্যমের নাটক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র রচিত, দীপোজ্জ্বল চৌধুরী ও তনুময় কংসবণিক নির্দেশিত “ছক্কা-ফক্কা” l এই নাটকের অভিনয় শিল্পীরা হলো, অবিনাশ,লাভনিক,সর্বজিৎ ও সিজান।নৃত্যকলায় সায়ন্তিকা,সায়লী,অনুশ্রী,একাংশ,সোহানী দাস,অর্ণা,ঐশ্বকী,পূর্বাশা, সুকৃতি,সাগ্নিকা,শ্রীপর্ণা,সোনিয়া,রিয়া,অমৃতা,জুই,সুদেষ্ণা, বিনীতা ও সোহানী (নাথ)।সমাপনী দিবসে এসো নাটক শিখির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
Leave a Reply