বিজয় দিবস উপলক্ষ্যে লাকসামে ঐতিহাসিক নাটক নবাব সিরাজ উদ্দৌলা মঞ্চায়িত হয়। এতে লাকসামের বিভিন্ন সংগঠনের ২৪ জন নাট্যকর্মী অংশ নেন।
১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬ঘটিকায় লাকসাম বঙ্গবন্ধু অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে লাকসাম পৌরসভা আয়োজিত কাউন্সিলর গোলাম রাব্বানী পরিচালিত এবং শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত “সিরাজ উদ্দৌলা”র ২য় পরিবেশনাটি লাকসামের ৫০০ আসন বিশিষ্ট নব নির্মিত পৌর অডিটোরিয়ামে হলভর্তি দর্শকের উপস্থিতিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, কাউন্সিলর গোলাম রাব্বানী, জি.এম.এস রুবেল, সুমামা তারান্নুম স্নেহা, বেলায়েত হোসেন, মুনমুন জাহান, খোকন সাহা, অর্জুন সাহা, অধ্যাপক আবুল খায়ের।
এছাড়া আরও অভিনয় করতে দেখা যায়, ডাঃ আব্দুল মতিন, ফারুক হোসেন, মোজাম্মেল হোসেন পেয়ার, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আমিনুল ইসলাম, এম এ কালাম সওদাগর, সামছুল আলম মনির, মোহন দেবনাথ, প্রণয় রয়, অঞ্জন সাহা, লিটন দেবনাথ,শাহীন খন্দকার, জুয়েল সাহা, বুলবুল আহম্মেদ, সবির আলম ও আয়েশা ইসলাম আনিশা প্রমুখ।
নবাব সিরাজ উদ্দৌলা নাটকটির সহকারী পরিচালক জি.এম.এস রুবেল। নেপথ্যে ছিলেন শাহীন খন্দকার, হোসাইন আহমেদ আপন, জুয়েল সাহা বাপ্পি, মোহন দেবনাথ, সফিউল আলম সহ আরও অনেকে।
Leave a Reply