শাহজাহান শোভন । ।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুর এর ব্যবস্থাপনায় পিঠা উৎসবে ১৫টি স্টলে প্রতিদিন নানা পদের পিঠার পসরা নিয়ে বসবে বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠান সমূহ।
জেলা কালচারাল অফিসার শারমীন জাহান জানান, বিকেল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতিদিন চলবে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন ব্যাপী টানা এ আয়োজনে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, সংগীত শিল্পী, আবৃত্তি শিল্পী ও নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করবে। দলীয়ভাবে ও একক শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন। বাঙালির লোকজ ইতিহাস-ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রাচীনকাল থেকেই। পিঠা-পায়েস সাধারণত শীতকালের রসনাজাতীয় খাবার হিসাবে অত্যন্ত পরিচিত এবং মুখরোচক খাদ্য হিসাবে বাঙালি সমাজে আদরণীয়। আত্মীয়স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা-পুলির উৎসব বিশেষ ভূমিকা পালন করে। গ্রামবাংলার ঘরে ঘরে পিঠা-পায়েস তৈরির ধুম শীতকালেই বেশি পড়ে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদেশের ৬৪ জেলায় একযোগে এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হবে। বুধবার বিকেল ৫ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ভার্চুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
গাজীপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) আবিদা সুলতানা এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম (বিপিএম), ভাষা শহীদ বরকত কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণত সম্পাদক এম এ সালাম শান্তসহ সাংস্কৃতিক ব্যক্তিক্ত উপস্থিত ছিলেন। ক্যাপশন-গাজীপুরে তিনদিন ব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানাচ্ছেন জেলা কালচারাল অফিসার শারমীন জাহান।
Leave a Reply