অলিদুর রহমান অলি ।।
গত শনিবার বাংলাদেশ যুব মহিলা লীগ ৮ নং ও ৯৩ নং ওয়ার্ড আয়োজিত মিরপুর বিশিল,খান মার্কেটে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি । বিশেষ অতিথি বাংলাদেশ যুব মহিলা লীগ নগর কমিটির সাধারণ সম্পাদক শামীমা রহমান, নগর কমিটির শামসুন্নাহার ও মাহবুবা মনি। এই শীতবস্ত্র বিতরনের হিসেবে ছিলেন রাবেয়া রহমান (নিশা খান), মেভিন ভূঁইয়া ও ফারজানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী (বাউল ফরহাদ)।
Leave a Reply