নাদিম মোড়ল । । ১৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকালঃ ৩ টায় জেলা শিল্পকলা একাডেমি গাজীপুরের আয়োজনে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ির ছাদে মনোরম পরিবেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫0 পূর্তি উৎসব উদযাপন করা হয়। নাট্য প্রশিক্ষক খন্দকার রফিকের সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষাণার্থী ও গাজীপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় কবিতা-গানে-নৃত্যে-অভিনয়ে প্রাণবন্ত হয়ে উঠে এ আয়োজন। জেলা কালচারাল অফিসার শারমীন জাহানের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন জনাব মোঃ মামুনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজীপুর।
আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সৈদয় মোকছেদুল আলম লিটন, রবীন্দ্র সম্মিলন পরিষদের সাংগঠনিক সম্পাদক কানিসুর রহমান, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন, আবৃত্তি শিল্পী জাহিদ হোসেন সোহেল, ইশরাত কবির কাকলি, কথাকলির পরিচালক অজিত কর্মকার, চন্দ্রবিন্দু থিয়েটারের সাধারণ সম্পাদক নাদিম মোড়ল, নৃত্য প্রশিক্ষক আশরাফী ফরিদ হোসেন, সঙ্গীতা রোজারিও, সঙ্গীত প্রশিক্ষক সুরুজ খান, রফিকুল ইসলাম, তবলা প্রশিক্ষক খোরশেদ মুক্তাদ্দির, অক্টোপ্যাড বাদক প্রদীপ চন্দ্র বর্মণ, চিত্রাঙ্কন প্রশিক্ষক ভবতোষ দাস, প্রশিক্ষণার্থী-অভিভাবকসহ সংস্কৃতিপ্রেমীরা।
Leave a Reply