নাদিম মোড়ল ।। গত ২১ ফেব্রুয়ারী ২০২৪ইং হতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জেলা প্রসাশন গাজীপুরের আয়োজনে এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, গাজীপুরের সহযোগিতা প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে “অমর একুশে বই মেলা -২০২৪” শুরু হয়। আজ এর শেষ দিন। প্রতিদিনই বইপ্রেমীদের উপচে পড়া ভিড়ে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠেছে। বিভিন্ন বয়সীদের উপযোগী নানা ধরনের বই রয়েছে এই মেলায়। বিশেষ করে গাজীপুরের কবি-সাহিত্যিকদের লেখা বইগুলোর উপস্থিতি চোখে পড়ার মতো। মেলায় আগত বিভিন্ন বয়সী মানুষ নিজেদের পছন্দ মাফিক বই কিনতে পেরে আনন্দিত। এই মেলায় স্থানীয় গাজীপুর জেলা কবি-সাহিত্যিক ফোরাম, বইপোকা পাঠাগারের পাশাপাশি জেলা সরকারি গণগ্রন্থাগার, কোয়ান্টাম ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু একাডেমি গাজীপুর জেলা শাখার স্টলে বইপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। বই মেলা প্রাঙ্গণে অবস্থিত মঞ্চে জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির পাশাপাশি গাজীপুরের বিভিন্ন শিল্পীদের গান-আবৃত্তি-নৃত্য পরিবেশনায় একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Leave a Reply