নাদিম মোড়ল।। ২৪ ফেব্রুয়ারি, শনিবার, বিকাল ৩ ঘটিকা হতে আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে রৌদ্রছায়া আর্টস একাডেমি ও নজরুল একাডেমি গাজীপুর জেলার যৌথ আয়োজনে একুশের অনুষ্ঠানমালা শুরু হয়। জয়দেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রৌদ্রছায়া আর্টস একাডেমির মিলনায়তনে অত্র একাডেমির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর আবৃত্তি প্রশিক্ষণার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরপর অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতাও শিশু-কিশোর প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ লক্ষণীয়।
শিশু-কিশোরদেরকে চারটি বিভাগে বিভক্ত করে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।রৌদ্রছায়া আর্টস একাডেমির চেয়ারম্যান ও চাপুলিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন গাজীপুর কমার্স কলেজের উপাধ্যক্ষ ও UCMAS Genius Bangladesh এর কো-অর্ডিনেটর মু. মাসুদুর রহমান, রৌদ্রছায়া আর্টস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ও নজরুল একাডেমি গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক এস.এম.জি. সারোয়ার হুসাইন, UCMAS KID’S ENGLISH এর কো-অর্ডিনেটর আতিকুর রহমান নাইম। আধুনিক ও মানবিক মননশীল আগামীর প্রজন্ম বিনির্মাণে সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব সকলের বক্তব্যে উপস্থাপিত হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রৌদ্রছায়া আর্টস একাডেমির নৃত্য প্রশিক্ষক কানিজ ফেরদৌস রোজ, সঙ্গীত প্রশিক্ষক আসাদুজ্জামান খাঁন, গিটার প্রশিক্ষক ফাহিম শাওন, প্রশাসনিক কর্মকর্তা লিয়া চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে রৌদ্রছায়া আর্টস একাডেমির পক্ষে “আমাদের কিছু কথা” শিরোনামে একটি পত্র পাঠ করেন উক্ত একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থী তানজিম মাহমুদ রুহান। অনুষ্ঠানটি পরিচালনা করেন রৌদ্রছায়া আর্টস একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নাদিম মোড়ল। এছাড়াও সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন উক্ত একাডেমির সংশ্লিষ্ট বিভাগের প্রশিক্ষণার্থীবৃন্দ। উল্লেখ্য, উক্ত মিলনায়তনে দেশব্যাপী গণজাগরণের নাট্যোৎসবের অংশ হিসেবে চন্দ্রবিন্দু থিয়েটার তাদের “মানুষ, আহা মানুষ” নাটকটি ৫ম বারের মতো প্রদর্শন করেন। উক্ত নাটকের নাট্যকার সুমন টিংকু ও নির্দেশক নাদিম মোড়ল। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন খন্দকার রফিক, অজিত কর্মকার, পঞ্চা রঞ্জন দাস, নাইম আহমেদ, জয় চন্দ্র সূত্রধর, তানজিম মাহমুদ রুহান, রাফসান আবেদীন রাসিফ, নাদিম মোড়লসহ আরও অনেকে।
Leave a Reply