ক্ষমা করো প্রিয় নারী
ঘুমের শীতলপাটি আগুনপোড়া গন্ধে উড়ে উড়ে গেলে
শিয়রে দাগ কেটে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-
আমি ঘুমুতে পারি না-
স্বপ্ন বিক্রির বাজারে-
নগর হাওয়ায় দাঁড়িয়ে থাকা জীবন্ত পোস্টার ও
কয়েক জোড়া হাতকড়া মিউজিক
বিদ্রূপে হেসে উঠলে
সুশিল দেয়াল এঁকে দেয় মৌনতার গ্রাফিতি
আমি ঘুমুতে পারি না
আমার মন ভালো নেই।
প্রিয়তমা নারী
আমাকে ক্ষমা করো-
আমি তোমাকে রক্ষা করতে পারিনি
সভ্যতার বাজারে, এখানে, এ দেশে-
এখনো লুট হয়ে যায় তোমার যোনি
বিক্রি হয়ে যায় তোমার স্বপ্ন – শরীর
এমন কি তোমার স্বাধীনতাটুকু পর্যন্ত নির্বোধ অলঙ্কারে।
ক্ষমা করো প্রিয় নারী
আমাকে ক্ষমা করো
নয়তো অভিশাপ দাও-
জ্বালিয়ে দাও পৃথিবীর সকল মতবাদ
অস্বীকার করো আছে যতো গ্রণ্থবাণী
দ্রোহে-শ্লোগানে লিখে দাও নতুন ইস্তেহার
তবেই আমরা মানুষ হবো-
মানুষ
মানুষ
মানুষ হবো।
শওকত আলী
৯ ফেব্রুয়ারি ২০২৪, ভোর
Leave a Reply