নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস্ থিয়েটার আয়োজিত পঞ্চদশ জাতীয় শিশু কিশোর ও যুব নাট্যোৎসবে সাতাশ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার রাত আটটায় দৌড় শিশু নাটদল এর অন্যতম প্রযোজনা শহীদ রাসেল নাটকটি প্রদর্শন করেন । নাটকটি রচনা করেন খান শওকত ও নির্দেশনা দেন শাহজাহান শোভন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সাজিন সাইফ, নুসরাত জাহান শুদ্ধি, আসম জাকারিয়া, ফাহাদ হাওলাদার, আরিফ, অমিত হাসান, আলাউদ্দিন রাসেল। আবহ সঙ্গীত তাছলিমা আক্তার। গত আটাশ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় টঙ্গী চেরাগ আলী মার্কেট শুচি পাঠচক্র ও পাঠাগারের জাতীয় শিশু কিশোর ও যুব নাট্যোৎসব অংশগ্রহন করার জন্য প্রাপ্ত সনদপত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, সুশাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, শুচি পাঠচক্র পাঠাগারের সভাপতি আসম জাকারিয়া, সহ-সভাপতি সাদেক হোসেন, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল লস্কর, কবি শাহারিয়ার আতিক, নাট্যকর্মী শ্যামল চৌধুরী, শিবলু ।
Leave a Reply