নিজস্ব প্রতিনিধি ।। ২২ মার্চ ২০২৪ইং তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের আয়োজনে বিশ্ব মূকাভিনয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও ঋতিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকি। প্রধান অতিথির বক্তব্যে তিনি মূকাভিনয়ের কালজয়ী শিল্পী মার্সেল মার্সোর ১০১তম জন্মদিনে তাঁকে স্মরণ করে বিশ্ব মূকাভিনয় ও বাংলাদেশ মূকাভিনয়ের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। আগামীতে বাংলা মূকাভিনয় আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে একটি নিজস্ব ধরন নিয়ে সারা বিশ্বে পরিচিত লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সাবেক চেয়ারম্যান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইসরাফিল আহমেদ রঙ্গন,স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সেক্রেটারি জেনারেল মাহবুব আলম, সভাপতিত্ব করেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের চেয়ারম্যান জাহিদ রিপন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফজলে রাব্বি সুকর্ণ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রুবেল, দপ্তর সম্পাদক শাহজাহান শোভন, অর্থ সম্পাদক মেজবাহ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক শহিদুল বশর মুরাদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল জাভেদসহ বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান এবং বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের নেতৃবৃন্দ। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত দল স্বপ্নদলের দেশীয় রীতির আলোকে নির্মিত বহুল জনপ্রিয় মূকাভিনয় প্রযোজনা “ম্যাকবেথ” এবং বিভিন্ন দলের সম্মিলিত আয়োজনে মূকাভিনয় প্রদর্শনী। রমজান মাসেও দর্শকে পরিপূর্ণ বাংলাদেশে মূকাভিনয় শিল্পের জনপ্রিয়তা ও অগ্রযাত্রার বার্তাবহন করে। উল্লেখ্য, মার্সেল মার্সোর জন্মদিনকে সারা বিশ্বব্যাপী মূকাভিনয় দিবস পালন করে এবং ২০০৮ সাল থেকে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান এই দিনকে বাংলাদেশব্যাপী বিশ্ব মূকাভিনয় দিবস পালন করে আসছে।
Leave a Reply