নাদিম মোড়ল নিজস্ব প্রতিনিধি ।। ১৪ এপ্রিল ২০২৪ই তারিখ, বৃহস্পতিবার সকাল ৮:৪৫ মিনিটে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজিত মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে গাজীপুর শুরু হয় বাংলা বর্ষবরণ ১৪৩১। গাজীপুরের মান্যবর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ( ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি) থেকে শুরু হয়। অতঃপর রাজবাড়ির ঢাল, পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুর ডাকঘর, জয়দেবপুর রেলগেট হয়ে ভাওয়াল রাজবাড়ি মাঠে শেষ হয়।
ঈদের ৪র্থ দিনে এবার ১লা বৈশাখের আয়োজন অনুষ্ঠিত হলেও জনসাধারণের উপস্থিত ছিল আশানুরূপ। মঙ্গল শোভাযাত্রায় গাজীপুর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিবৃন্দ সপরিবারে অংশগ্রহণ করেন। এছাড়াও গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন সহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত হউন। মঙ্গল শোভাযাত্রায় সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর জেলা, জেলা শিল্পকলা একাডেমি গাজীপুর, বাংলাদেশ শিশু একাডেমি গাজীপুর, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাজীপুর জেলা সংসদ, জেলা মহিলা অধিদপ্তর, বিসিক গাজীপুর, গাজীপুর সরকারি মহিলা কলেজ, পিটিআই, স্কাউটের সদস্যসহ জনসাধারণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
রাজবাড়ি মাঠে ১লা বৈশাখ মঞ্চে বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমি গাজীপুর ও বাংলাদেশ শিশু একাডেমি গাজীপুরের শিল্পীবৃন্দ। বিসিক গাজীপুরের তত্ত্বাবধানে দিনব্যাপী বৈশাখী ও লোকজ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তায় গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেন।
Leave a Reply