নাদিম মোড়ল ।। ২০ এপ্রিল ২০২৪ইং রোজঃ শনিবার সকাল ১০ টায় গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটতলায় জাতীয় কবিতা পরিষদ গাজীপুর জেলার আয়োজনে কবিতায় বৈশাখী উৎসব ১৪৩১ উদযাপন করা হয়। জাতীয় কবিতা পরিষদ গাজীপুর জেলার সভাপতি কবি আবু নাসির খান তপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম.এ. ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন গাজীপুরের মান্যবর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
জাতীয় কবিতা পরিষদ গাজীপুর জেলার সম্মানিত উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকেন জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আসলাম সানী, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হক, গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা শারমীন জাহান, গাজীপুর জজ কোর্টের এপিপি হাজী এ্যাডভোকেট আতাউর রহমান আকাশ, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মোঃ ছানাউলাহ ভূঁইয়া। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুরের যুগ্ম-আহ্বায়ক সেলিম উল্লাহ সরকার, জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক অসীম বিভাকর, গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বটি সঞ্চালনা করেন জাতীয় কবিতা পরিষদ গাজীপুর জেলার কোষাধ্যক্ষ খন্দকার রফিক। গাজীপুরের বরেণ্য কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন। জেলা শিল্পকলা একাডেমি গাজীপুর, বন্ধুমহল শিল্পী সংস্থা ও মঞ্চমুখ কালচারাল ইন্সটিটিউটের শিল্পীবৃন্দ বৈশাখের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
Leave a Reply