নাদিম মোড়ল ।। গতকাল ২০ই এপ্রিল ২০২৪ খ্রিঃ অর্থাৎ ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দে বিকাল ৫:৩০ টায় গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর আবৃত্তি-নৃত্য- লোকজ সঙ্গীতে বাংলা ১৪৩১ সনকে বরণ করে নিল। তীব্র তাপদাহ সত্ত্বেও জনসাধারণের উপস্থিতি বর্ষবরণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে। জোটভুক্ত সংগঠন সনাস অর্কেস্ট্রা’র পরিচালক স্বপন গোস্বামীর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক শিল্পীর পরিবেশনায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা “এসো হে বৈশাখ” গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।
এছাড়াও জোটভুক্ত সংগঠন স্বনিম আবৃত্তি চর্চা কেন্দ্রের শিল্পীবৃন্দ বৈশাখের আবৃত্তি পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন বন্ধুমহল শিল্পী সংস্থা, নটরাজ, আনন্দলোক ললিতকলা একাডেমি ও বৃত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিল্পীবৃন্দ। একক সঙ্গীত পরিবেশন করেন শিপ্রা মল্লিক ও টুনু রাজিব। ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করেন সুর তরঙ্গ একাডেমির ডিপঙ্কর গৌতম ডিজেন। বাউল সঙ্গীত পরিবেশন করেন আজমেরী বাউল সংঘের শান্তা সরকার ও আজমেরী খাজা। সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুরের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গাজীপুর সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জয়দেবপুরের প্রথম সভাপতি লিয়াকত চৌধুরী ও জাতীয় কবিতা পরিষদ গাজীপুর জেলার সভাপতি কবি আবু নাসির খান তপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান, কবি মেজবাহ উদ্দিন, গীতিকার ইমরুল কায়েস, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুরের যুগ্ম-আহ্বায়ক আহ্বায়ক সেলিম উল্লাহ সরকার ও মিজানুর রহমান মজনু, আহ্বায়ক কমিটির সদস্য সাজেদা রোজী, হায়দার সিদ্দিকী উদয়, খোরশেদ আলম রুবেল, শরীফ হোসাইন, শামীম আহমেদ, নাদিম মোড়ল। সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর অমল কৃষ্ণ রায় ও এস.এ. জাকির। মুক্তমঞ্চ নির্বাক দলের পরিচালক মেহেদী হাসান সোহেল, জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক খন্দকার রফিক, রৌদ্রছায়া আর্টস একাডেমির পরিচালক এসএমজি সারোয়ার হোসাইন প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুরের আহ্বায়ক কমিটির সদস্য হেলাল মিয়া। উল্লেখ্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুরের আওতাভুক্ত সংগঠনের সংখ্যা ৪০টির অধিক।
Leave a Reply