নিজস্ব প্রতিবেদক : গতকাল ২৭ এপ্রিল ২০২৪ইং রোজ শনিবার বিকেল ৫ টায় গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটতলায় অনুষ্ঠিত হয় চন্দ্রবিন্দু থিয়েটারের নাট্য উৎসব। দৌড় শিশু নাট্যদলের শিশু অভিনয়শিল্পী নুসরাত জাহান শুদ্ধি এই উৎসবের উদ্বোধন করেন। চন্দ্রবিন্দু থিয়েটারের সভাপতি মোস্তফা হোসেন আজাদের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গাজীপুর জেলার সভাপতি কমরেড জয়নাল আবেদীন, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুরের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মজনু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাজীপুর জেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি হেলাল মিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুরের আহ্বায়ক কমিটির সদস্য হায়দার সিদ্দিকী উদয়, বাংলাদেশ পথনাটক পরিষদের অান্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ মাইম ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রুবেল, বাংলাদেশ পথনাটক পরিষদের নির্বাহী সদস্য ও টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন, সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, চাপুলিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন, ভাস্কর্যশিল্পী কুয়াশা বিন্দু, রৌদ্রছায়া আর্টস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এসএমজি সারোয়ার হোসাইন, কবি মামুন শেখ প্রমুখ। বক্তব্যে বক্তাগণ শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান করার ক্ষেত্রে প্রতিনিয়ত কর্তৃপক্ষ কেন অনুমতি প্রদান করেন না? এই বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
পাশাপাশি সাংস্কৃতিককর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণের ক্ষেত্রে আহ্বান করেন। এবং সকল বক্তাই গাজীপুর প্রেসক্লাবের সকল সাংবাদিককে ধন্যবাদ জানিয়েছেন বারংবার সাংস্কৃতিক সংগঠনের সমস্যায় সহয়তা করায়। দৌড়শিশু নাট্যদলের খান শওকতের রচনায় ও শাহজাহান শোভনের নির্দেশনায় “শহীদ রাসেল” নাটকের মধ্যদিয়ে নাটকের আনুষ্ঠানিকতা শুরু হয়। নাট্যভূমি’র মনসুর রহমান চঞ্চল রচিত ও শাহজাহান শোভন নির্দেশিত “প্রতিরোধ” নাটকের মাধ্যমে নাট্য উৎসব শেষ হয়। উক্ত নাট্য উৎসবে স্বাগত বক্তব্য প্রদান করেন চন্দ্রবিন্দু থিয়েটারের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নাদিম মোড়ল। এছাড়াও বিভিন্ন সংগঠনের সদস্য আপামর জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।
Leave a Reply