গত ১ মে সন্ধ্যায় টঙ্গীর মিল গেইট কুমিল্লা সমন্বয় পরিষদ অফিসের সামনে টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজন হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট শ্রমিক নেতা আ স ম জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বৃহত্তম কুমিল্লা সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন, টঙ্গী সরকারী কলেজ এর সাংস্কৃতিক শিক্ষক আজিজ টিপু, সুশাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর মহানগর সভাপতি মনিরুল ইসলাম রাজিব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর দপ্তর সম্পাদক অমল কৃষ্ণ রায়৷ অনুষ্ঠান পরিচালনা করেন টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের অনুষ্ঠান সম্পাদক নাদিম মোড়ল৷
সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেন আজিজ টিপু, অমল কৃষ্ণ রায়, মনিরুল ইসলাম রাজিব, সঙ্গীত পরিবেশন করেন আজিম। খান শওকত রচিত, সত্য ঘটনা অবলম্বনে কল্প নাটকঃ শহীদ রাসেল। শাহজাহান শোভনের নির্দেশনায় এ নাটকটি পরিবেশন করে দৌড় শিশু নাট্যদল। এটি ছিলো তাদের উদ্যোগে এ নাটকের ১৬ তম প্রদর্শনী। নাটকটিতে অভিনয় করেনঃ আ.স.ম জাকারিয়া, শাহজাহান শোভন, অমিত হাসান, আরিফ, সালমান ফারসী, নুসরাত জাহান শুদ্ধি এবং সাজিন সাইফ৷ আবহ সঙ্গীত নিয়ন্ত্রন করেন তাছলিমা এবং আজিজ টিপু৷
একক অভিনয় করেন চন্দ্রবিন্দু থিয়েটারের নাদিম মোড়ল।
Leave a Reply