নাদিম মোড়ল ।। গত ০৮ জুন ২০২৪, শনিবার, সন্ধ্যা ৬টায় শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, গাজীপুরের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৪ উদযাপিত হয়। সমবেত কণ্ঠে “আগুনের পরশমণি” গানের সাথে দলীয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন অনুষ্ঠানের বরেণ্য অতিথি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাঞ্জন মোস্তফা, ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের শিক্ষক নুসরাত জাহান রুনা, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ গাজীপুরের সভাপতি অধ্যাপক অসীম বিভাকর ও সাধারণ সম্পাদক বীথি কণা সেন। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ গাজীপুরের শিল্পীবৃন্দ রবীন্দ্র-নজরুল সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশন করেন। তাদের পরিবেশনা উপস্থিত স্রোতার মনকে আন্দোলিত করেছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ গাজীপুরের সভাপতি অধ্যাপক অসীম বিভাকর। গাজীপুরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মী-সংগঠকদের পাশাপাশি রবীন্দ্র-নজরুল প্রেমীদের উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তুলে।
Leave a Reply