নাদিম মোড়ল || গাজীপুর || ১৪ জুন ২০২৪
গত ১১ জুন ২০২৪ সন্ধ্যা সাড়ে ৭টায় গাজীপুর শহরের পিটিআইয়ে অবস্থিত শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে মঞ্চস্থ হয় ভাওয়াল থিয়েটারের নতুন প্রযোজনা “স্বপ্নকথা”। অধ্যাপক মমিনুল ইসলামের রচনায় ও ভাওয়াল থিয়েটারের সাধারণ সম্পাদক হায়দার সিদ্দিকী উদয়ের নির্দেশনায় এবং প্রায় অর্ধশতাধিক কলাকুশলীর প্রচেষ্টায় নির্মিত নাটকটি উপস্থিত দর্শকদের মনে দাগ কেটেছে। নাটকটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভাওয়াল থিয়েটারের সভাপতি নাট্যজন আব্দুল বারী। উল্লেখ্য, শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তন গাজীপুর শহরের সবচেয়ে ব্যয়বহুল একটি মিলনায়তন।
সাংস্কৃতিক সংগঠনগুলোর চলমান অর্থ সংকটের মধ্যে এমন একটি মিলনায়তন ভাড়া নিয়ে নাটক মঞ্চায়ন করা খুবই কষ্ট সাধ্য বিষয়। তবুও টিকিট কেটে মঞ্চ নাটক দেখতে আসা দর্শকদের উপস্থিতি গাজীপুরের সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের কথাই স্মরণ করিয়ে দেয়।
Leave a Reply