লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম প্রেসক্লাবের ৪০ বছর পদার্পণের দিনে নানাম আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী জমজমাট কর্মসূচী পালন করা হয়েছে।
৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) লাকসাম প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের ৩য় তলায় স্কাই লাউন্স পার্টি সেন্টারে দিনব্যাপী আয়োজনে সাংবাদিকদের মাঝে উপহার বিতরণ শেষে বর্ণাঢ্য র্যালী লাকসামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে সমাপ্ত হয়। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রার্থনার পর্ব দিয়ে শুরু হওয়া আনুষ্ঠানিকতায় পায়রা উড়ানো, কেক কাটার সর্বশেষ ক্লাবের নতুন লোগো উন্মোচন করতে দেখা যায়। এসময় লাকসামের সকল নবীন প্রবীন সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বিকেলে দ্বিতীয় পর্বে লাকসাম প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন ও নবীন সদস্য আনোয়ারুল আজীমের যৌথ উপস্থাপনায় ও আহ্বায়ক মনির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, প্রবীণ সাংবাদিক আবদুল মতিন, এমএস দোহা, কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আল শারাহ, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, জামাল উদ্দিন স্বপন, শাহ মো. নুরুল আলম, আবদুল মান্নান মজুমদার, নাজমুল হাসান, হামিদুল ইসলাম, জিল্লুর রহমান, আবদুল মালেক হিরণ, দেলোয়ার হোসেন মনির, নাজমুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের মরনোত্তর ও প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply