লাকসামের শ্রীপুর গ্রামে স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টূর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। সাত দলের টূর্ণামেন্টটি লীগ পদ্ধতিতে পরিচালিত হবে। লীগ পর্বের একুশ খেলার মধ্যে প্রথম দিন মোট ১০টি খেলা অনুষ্ঠিত হয়।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডস্ত শ্রীপুর ওয়াদা বাড়ীতে ১৪ জন খেলোয়াড় নিয়ে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের নামে সাতটি টিমে সাতজন কিশোর ও সাতজন যুবককের সমন্বয়ে সাতটি টিম খেলায় অংশ নিয়েছেন। সাইকা মাকসুদের স্পঞ্চরের কেক কেটে শুভ উদ্বোধন করেন স্থানীয় মুরুব্বি আবু হানিফ, সামছুল আলম ও আহসান উল্লাহ।
গোলাম মাহবুব ছোবহানী রুবেলের সার্বিক তত্বাবধানে খেলায় অংশ নেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল টিমের ইমাদ ও সজল, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান টিমের সিয়াম ও ইমন, বীরশ্রেষ্ঠ আবদুর রউফ টিমের আরমান ও নূর মোহাম্মদ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন টিমের আশরাফুল ও হৃদয়, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর টিমের হোসেন ও আরাফাত, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান টিমের ফারহান ও নুর আহমেদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ টিমের নাঈম ও মোমিন প্রমুখ।
উদ্বোধনী দিনে ১৫টি জার্সি উপহার দেন প্রবাসী মেহেদী হাসান রিফাত। রিফাতকে ধন্যবাদ জানিয়ে তত্ববধায়ক গোলাম মাহবুব ছোবহানী রুবেল জানান, আমাদের ফাইনাল পর্যন্ত সমস্ত স্পঞ্চর জোগাড় হয়ে গেছে। কিশোর ও যুবকদের খেলাকে উৎসাহীত করতে সবার এমন সাড়ায় আমরা মুগ্ধ। সবাই এভাবে পাশে থাকলে খেলাধুলাকে এগিয়ে নিতে নিয়মিত ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Leave a Reply