সাংস্কৃতিক প্রতিবেদক।। গত ১০ শুক্রবার, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ, ঢাকায় ভয়েস আর্টিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক শেকানুল ইসলাম শাহীর সভাপতিত্বে এবং রাজু আহমেদ,কাজী রোখসানা রুমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব শাহরিয়ার রানা জুয়েল। বক্তব্য প্রদান করেন নাট্যজন আজাদ আবুল কালাম পাভেল, ইকবাল বাবু, অশোক বসাক, ফখরুজ্জামান চৌধুরী, কামরুল হাসান, শেউঁতি শাহগুফতা, শ্যামাঙ্গিনী শ্যামা, দীপু রহমান, নাহিদ স্মৃতি, উজ্জল মিয়া প্রমুখ।
বাংলাদেশে বাংলাভাষাসহ অন্যান্য ভাষায় ডাবিংকৃত ও ভয়েস কন্টেন্টে বিদেশী ও দেশীয় চলচ্চিত্র, সিরিয়াল, প্রামাণ্যচিত্র, কাহিনীচিত্র, বিজ্ঞাপনচিত্র, ই-বুক, নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে শিল্পী-কলাকুশলী হিসেবে যুক্ত কণ্ঠাভিনয় শিল্পী, এডিটর, অনুবাদক, কন্টেন্ট রাইটার, ডিরেক্টর এবং সহকারী ডিরেক্টরদের স্বার্থ, অধিকার ও ন্যায্য মর্যাদাপ্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে এবং এই শিল্পক্ষেত্র শক্তিশালী ও মানসম্মত হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা রাখার অভিপ্রায়ে, ঐক্যবদ্ধতার প্রয়াসে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
সাবজেক্ট কমিটির সভাপতি নাট্যজন আজাদ আবুল কালাম পাভেল এর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে আগামী দুই বছরের জন্য কামরুল হাসানকে সভাপতি ও শাহরিয়ার রানা জুয়েলকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন- সৈয়দ মোহাম্মদ শেকানুল ইসলাম শাহী,এ.কে আজাদ সেতু,সাইদ সুমন,শ্যামাঙ্গিনী শ্যামা,উজ্জল মিয়া,মশিউর রহমান দিপু,সঞ্জয় কুমার গোস্বামী, ইন্দ্রাণী ঘটক,আতিকুর রহমান,শেউঁতি শাহগুফতা,অনন্যা গোস্বামী। শপথ পাঠের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
Leave a Reply