পঞ্চগড় প্রতিনিধি : সারাদেশের পঞ্চগড়েও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠিত দিবসের আকর্ষণীয় ও দৃষ্টি নন্দন বিষয় ছিলো, পঞ্চগড় করতোয়া কালেক্টর আর্দশ শিক্ষা নিকেতনে সপ্তম খ শাখার ছাত্র নির্ঋত রায়ের আঁকা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ছবি,যে ছবিটি পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আমন্ত্রণ পত্রের ব্যাক ইনারে ব্যবহার করা হয়েছে ।দিবসের সকল পর্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম এবং পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।
Leave a Reply