টি-টোয়েন্টিতে ২১১ রানের লক্ষ্য অতিক্রম করার কঠিন কাজটিই যেন সহজে করে ফেললো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
২১০ রানের পুঁজি নিয়েও লড়াই করতে না পেরে কষ্টের এক পরাজয় বরণ করে নিতে হলো খুলনা টাইগার্সকে। এর ফলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয় পেল ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে। নয় ম্যাচ খেলে এটি কুমিল্লার ষষ্ঠ জয়, অন্যদিকে সমান ম্যাচে সপ্তম হার খুলনার। এই জয়ে কুমিল্লার সুপার ফোর প্রায় নিশ্চিত বলা যায়।
Leave a Reply