1. atique.kishorbddac@gmail.com : Mohammad Atiqur Rahman : Mohammad Atiqur Rahman
  2. laksamitinfo@gmail.com : gms Rubel : gms Rubel
  3. 20krishtibangla23@gmail.com : kristiadmin :
  4. shajahanshobhan@gmail.com : Shajahan Shobhan : Shajahan Shobhan
January 17, 2025, 10:39 am
সর্বশেষ :
ভয়েস আর্টিস্টস এয়োসিয়েশন অব বাংলাদেশ – ভাব এর প্রথম নির্বাহী পরিষদ গঠন গাজীপুর জেলা আন্ত:স্কুল কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত লাকসামে স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টূর্ণামেন্টের শুভ উদ্বোধন অপু আমান নাট্য সৃজন সম্মাননা পেলেন অভিনেতা নির্দেশক ও নাট্য সংগঠক তৌফিকুল ইসলাম ইমন লাকসাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন আনন্দমুখরতায় লাকসাম প্রেস ক্লাবে সদস‍্য বরণ সাংবাদিক সৈয়দ আতিকের পিতা আলহাজ্ব সাইদুর রহমানের ১ম মৃত্যুবাষিকী আজ তোমার আমার প্রেম পরী কন‍্যা ——————-পরী কণ্যা টঙ্গীতে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ গাজীপুর মহানগর কমিটিতে স্থান পাওয়ায় গাছা থানার ৫ নেতাকে ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা

আমি এতই ছোট ছিলাম, নির্মাতারা আমাকে মুখে তুলে ভাত খাইয়েছেন : শাবনূর

  • Update Time : Monday, February 12, 2024
  • 96 Time View

নিজস্ব প্রতিবেদক : নন্দিত নায়িকা শাবনূর বলেন, অনেকে হয়ত জানে না, আমি ক্লাস এইট থেকে নাইনে উঠিনি, তখনই আমি পুরোদস্তুর নায়িকা। একেবারে ছোটবেলায় আমার হাতেখড়ি। নির্মাতারা আমাকে মুখে তুলে ভাত খাইয়েছেন, আমি এত ছোট ছিলাম। তখন নায়িকা মানে তো মিনিমাম একটা বয়সের ব্যাপার ছিল। আমি যখন প্রথম দিকে ছোট একটা ফ্রক পরে আসতাম, অনেকে আমাকে বলেছে, ‘এই পিচ্চি! ও কী করবে!’, আমাকে ধরে বলতো, ‘তুমি নায়িকা হবা?’ এহতেশাম (নির্মাতা) দাদু আমাকে নিয়ে এসেছিলেন, তার জন্যই আজকে আমি শাবনূর।

তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন নন্দিত চিত্রনায়িকা শাবনূর। গত ১০ ফেব্রুয়ারি শনিবার এম এস ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবে। এ সময় শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়। সিনেমাটির নাম ‘এখনো ভালোবাসি’। এটি হতে যাচ্ছে আরাফাতের ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র। ‘রঙ্গনা’ দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাচ্ছেন। সিনেমাটি প্রযোজনায় রয়েছেন মৌসুমী আক্তার মিথিলা।

শাবনূর বলেন, ‌‌‘‘‘রঙ্গনা’ সিনেমার জন্যই দেশে এসেছি। এই সিনেমার গল্প ও গান আমাকে টেনে এনেছে। সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে। আপাতত গল্প বলা যাবে না। তবে সময় উপযোগী গল্প। দশ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিল এখন আরেক ধরনের দর্শক। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে। এখনকার দর্শক এ ধরনের গল্পই পছন্দ করে। পরিচালক সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করছেন। ক্যামেরার সামনে আসতে আর বেশি দিন লাগবে না। শিগগিরই কাজটি শেষ করব। এখন রঙ্গনার জন্য প্রস্তুতি নিচ্ছি।’’

তিনি আরও বলেন, ‘অনেকে আমাকে বলেছেন—তুমি এতদিন পর এসে কী করবে? সিনেমাটি ঘিরে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। শুরুতেই আরাফাতকে বলেছি—কর্ম করলে কেষ্ট মিলে। ভালো কিছু করতে গেলে ঘাত-প্রতিঘাত থাকবেই। এ নিয়েই চলতে হয়। মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে।’

এই অভিনেত্রী বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। এখনকার নতুন নির্মাতারা অনেক ভালো করছেন। রঙ্গনার গানটা শুনেই বলেছি—এখনই শুটিং শুরু করলে ভালো হতো। কাজে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। গল্প নিয়ে এখন কিছু বলতে চাই না তবে পর্দায় চমক দেখাব।’

‘রঙ্গনা’র পর এখনো ভালোবাসি সিনেমার শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন। দুটি সিনেমা করেই থেমে থাকতে চান না শাবনূর। বললেন, ‘এখানেই থেমে থাকব না। পরপর কাজ করব। চেষ্টা করব একটির পর আরও কাজ করার। একটি কথা বলতে চাই কামব্যাক বলতে কিছু নেই। শিল্পীদের কখনও মরণ হয় না। শিল্পীরা সারাজীবন বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। তাই আমার এই ফেরাকে কামব্যাক বলতে চাই না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্ব স্বত্ত সংরক্ষিত © ২০২৩ কৃষ্টি বাংলা নিউজ
প্রস্তুত কারক: Laksam IT - 01712-808501