নিজস্ব প্রতিবেদক: ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ইউটিউব চ্যানেল আর.কে বিডি মাল্ডিমিডিয়ায় মুক্তি পেতে যাচ্ছে জি.এম.এস রুবেল’র ভালোবাসার রং নাটকটি। নাটকটির ডিওপি এ.বি সিদ্দিকের সম্পাদনায় লাকসামের থিয়েটার কর্মীদের অংশগ্রহনে নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, জি.এম.এস রুবেল, পুজা দে, অদিতি সাহা পিকু, অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, মিতা সাহা, রাকিব হোসেন, ডাঃ আব্দুল মতিন, আশরাফুল শ্রাবন, ফিরোজ আহমেদ হিরো, অপূর্ব সাহা, নিথুন সাহা, সৌরব দাস, উৎসব দত্ত, নাসির হোসেন প্রমুখ। লাকসামের উদিয়মান গায়ক রাকিব হোসেনের একটি মৌলিক গানসহ তার কন্ঠের ও সম্পাদনার বেশ কয়েকটি গান থাকবে ভালোবাসার রং নাটকটিতে। উক্ত নাটকের শব্দ গ্রহণ করেছেন আশরাফুল শ্রাবণ। ভালোবাসার রং এর পরিচালক জি.এম.এস রুবেল কৃষ্টি বাংলা নিউজকে বলেন, আমি ছোট বেলা থেকে থিয়েটারের সাথে যুক্ত আছি। গত এক বছর আমার থিয়েটার জগতের বন্ধু শাহজাহান শোভনসহ আমি নাটক নির্মানের কাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলাম। সে অবিজ্ঞতা আমার কাজে লেগেছে বলে জানান তিনি।
কেন হঠাৎ নাটক নির্মানের কাজ শুরু করতে হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি গত ২৮ জানুয়ারী স্থানীয় একজন গায়কের অনুরোধে একটি মিউজিক ভিডিও নির্মানের কাজে হাত দিয়ে, কাজটি বাতিল হওয়ার পরিস্থিতিতে তড়িৎ সিদ্ধান্তে ভালোবাসার রং নাটকটি নির্মান করে নেই। বলা যায় কিছুটা বাধ্য হয়ে পরিচালনায় যাত্রা করা। মূলতঃ আমি একজন ভালো অভিনেতা হতে চাই, এরজন্য যদি নিয়মিত নাটক নির্মান করতে হয়, তাই আমি করবো। তবে চেষ্টা থাকবে সুযোগ পেলে ’নির্মানের মতো কঠিন ও জটিল বিষয়ে’ আপাতত নিয়মিত না জড়িয়ে অভিনয়ে ফোকাস করা। তবে এও সত্যি আমাদের ভতিষ্যৎ আমরা কেউ জানিনা, কখন কোন পরিস্থিতি সামনে এসে হাজির হয়ে যায়। তবে আমার মেধা ও অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার আমি করেছি ভালোবাসার রং নাটকে।
এর আগে মঞ্চ নাটক রচনা ও নির্দেশনা দেয়ার অভিজ্ঞতা আছে আমার। এই প্রথম মিডিয়ার নাটক নির্মানে জড়িয়ে পড়া। আমি এই কাজের জন্য আমাদের নাটকটির ডি.ও.পি এ.বি সিদ্দিক, শুটিং এর কাজে ব্যবহৃত বাড়ীওয়ালা ডাক্তার হুমায়ন কবির, অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, রাকিব হোসেনসহ নাটকের প্রত্যেকটি অভিনয় শিল্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শেষে তিনি সাবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়ে আরও বলেন, সম্ভব হলে সবাই আমার কাজটি দেখুন, ইতিবাচক সমালোচনা করুন, পরামর্শ দিন এবং পাশে থাকুন।
Leave a Reply