1. atique.kishorbddac@gmail.com : Mohammad Atiqur Rahman : Mohammad Atiqur Rahman
  2. laksamitinfo@gmail.com : gms Rubel : gms Rubel
  3. 20krishtibangla23@gmail.com : kristiadmin :
  4. shajahanshobhan@gmail.com : Shajahan Shobhan : Shajahan Shobhan
November 30, 2024, 5:31 am
সর্বশেষ :
আনন্দমুখরতায় লাকসাম প্রেস ক্লাবে সদস‍্য বরণ সাংবাদিক সৈয়দ আতিকের পিতা আলহাজ্ব সাইদুর রহমানের ১ম মৃত্যুবাষিকী আজ তোমার আমার প্রেম পরী কন‍্যা ——————-পরী কণ্যা টঙ্গীতে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ গাজীপুর মহানগর কমিটিতে স্থান পাওয়ায় গাছা থানার ৫ নেতাকে ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা টঙ্গীর ছেলে পরিচালক সামছুল ইসলাম স্বপন পরিচালিত ।। লন্ডনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ‘লতিকা’ গাজীপুরের মঞ্চস্থ হলো ভাওয়াল থিয়েটারের নতুন প্রযোজনা “স্বপ্নকথা” জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, গাজীপুরের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ভাগ হয়নি নজরুল, হতে পারে না।”কাওরাইদে অনুষ্ঠিত ১২৫তম নজরুল জন্মজয়ন্তীতে বলেছেন ড. দিপু মণি কবিতা ছলনা, লেখক আরিফুল ইসলাম

ভাষা মাস ফেব্রুয়ারি জুড়ে খান শওকতের “শহীদ রাসেল” নাটকের চারটি প্রদর্শনী করে দৌড় শিশু নাট্যদল

  • Update Time : Wednesday, February 28, 2024
  • 88 Time View

নিজস্ব প্রতিনিধি ।। ভাষার মাস ফেব্রুয়ারি । আর এ মাসেরই জুড়েই বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক নাটক “শহীদ রাসেল” চারটি উৎসবে প্রদর্শনী করে দৌড় শিশু নাট্যদল। বঙ্গবন্ধু প্রেমী খান শওকত নাটকটি রচনা করেন আর নির্দেশনা দেন শাহজাহান শোভন। খান শওকত বঙ্গবন্ধুর জীবনের সত্য ঘটনা নিয়ে পয়ত্রিশটি নাটক রচনা করেন। যা দেশ বিদেশে বিভিন্ন উৎসবে সুনামের সাথে মঞ্চস্থ হয়।

গাজীপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে গত ১৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় দৌড় শিশু নাট্যদল পরিবেশন করেন খান শওকত রচিত ও শাহজাহান শোভন নির্দেশিত নাটক শহীদ রাসেল। নাটকে অভিনয় করেন আ. স.ম জাকারিয়া, নুসরাত জাহান শুদ্ধি, সাজিন সাইফ, আরিফ, অমিত হাসান, ফাহাদ হাওলাদার, আলাউদ্দিন রাসেল, শাহজহান শোভন । নাটকের আবহ সঙ্গীত করেন তাছলিমা আক্তার। জেলা শিল্পকলা একাডেমি গাজীপুরের আয়োজনে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ির ছাদে মনোরম পরিবেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদযাপন করা হয়। নাট্য প্রশিক্ষক খন্দকার রফিক’র সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষাণার্থী ও গাজীপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় কবিতা-গানে-নৃত্যে-অভিনয়ে প্রাণবন্ত হয়ে উঠে এ আয়োজন। জেলা কালচারাল অফিসার শারমীন জাহানের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন জনাব মোঃ মামুনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজীপুর। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈদয় মোকছেদুল আলম লিটন, রবীন্দ্র সম্মিলন পরিষদের সাংগঠনিক সম্পাদক কানিসুর রহমান, আবৃত্তি শিল্পী জাহিদ হোসেন সোহেল, ইশরাত কবির কাকলি, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন, কথাকলির পরিচালক অজিত কর্মকার, চন্দ্রবিন্দু থিয়েটারের সাধারণ সম্পাদক নাদিম মোড়ল, নৃত্য প্রশিক্ষক আশরাফী ফরিদ হোসেন, সঙ্গীতা রোজারিও, সঙ্গীত প্রশিক্ষক সুরুজ খান, রফিকুল ইসলাম, তবলা প্রশিক্ষক খোরশেদ মুক্তাদ্দির, অক্টোপ্যাড বাদক প্রদীপ চন্দ্র বর্মণ, চিত্রাঙ্কন প্রশিক্ষক ভবতোষ দাস, প্রশিক্ষণার্থী-অভিভাবকসহ সংস্কৃতিপ্রেমীরা।

২০ ফেব্রুয়ারি, বুধবার রাত দশ ঘটিকায় উত্তরা ৬নং সেক্টরে কেন্দ্রীয় শহীদ মিনারে উত্তরা কেন্দ্রিয় শহীদ মিনার মুক্তমঞ্চ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে দৌড় শিশু নাট্যদল পরিবেশন করেন খান শওকত রচিত ও শাহজাহান শোভন নির্দেশিত নাটক শহীদ রাসেল। নাটকে অভিনয় করেন আ. স.ম জাকারিয়া, নুসরাত জাহান শুদ্ধি, সাজিন সাইফ, আরিফ, অমিত হাসান, ফাহাদ হাওলাদার, আলাউদ্দিন রাসেল, শাহজহান শোভন । নাটকের আবহ সঙ্গীত করেন তাছলিমা আক্তার। এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান ব্যক্তি উপস্থিত ছিলেন।

ভবানীপুরের কাতলামারায় চাইল্ড হোমস্ একাডেমির প্রদর্শিত হলো দৌড়শিশু নাট্যদলের নাটক “শহীদ রাসেল”।
গত ২২ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের কাতলামারা এলাকায় গাজীপুরের অন্যতম শিশু সংগঠন দৌড়শিশু নাট্যদল প্রদর্শন করেন নাটক ” শহীদ রাসেল” রচনাঃ খান শওকত এবং নির্দেশনাঃ শাহজাহান শোভন। নাটকে অভিনয় করেন আ. স.ম জাকারিয়া, নুসরাত জাহান শুদ্ধি, সাজিন সাইফ, আরিফ, অমিত হাসান, ফাহাদ হাওলাদার, আলাউদ্দিন রাসেল, শাহজহান শোভন । নাটকের আবহ সঙ্গীত করেন তাছলিমা আক্তার। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান চাইল্ড হোমস্ একাডেমির তিনদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ২য় দিনে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকে অভিনয় করেন শাহজাহান শোভন, আ.স.ম. জাকারিয়া, শুদ্ধি, সাজিনসহ আরও অনেকে। ২য় দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান কবি ও সহকারী অধ্যাপক আহাম্মদুল কবীর, সভাপতিত্ব করেন ভাওয়াল সাহিত্য পরিষদের সভাপতি শাহান সাহাবুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব রানা, শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মহসিন আহমেদ, মন্নু টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম. জাকারিয়া, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন, আলহাজ্ব নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল হক, চন্দ্রবিন্দু থিয়েটারের সাধারণ সম্পাদক নাদিম মোড়ল প্রমুখ। চাইল্ড হোমস্ একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বর্মণ তিনদিন ব্যাপী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস্ থিয়েটার এসোসিয়েশন আয়োজিত জাতীয় শিশু কিশোর ও যুব নাট্যউৎসব ২০২৪ একশটি নাটকের প্রর্দশনীতে গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টায় স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা, দৌড় শিশু নাট্যদল পরিবেশন করেন খান শওকত রচিত ও শাহজাহান শোভন নির্দেশিত নাটক শহীদ রাসেল। নাটকে অভিনয় করেন আ. স.ম জাকারিয়া, নুসরাত জাহান শুদ্ধি, সাজিন সাইফ, আরিফ, অমিত হাসান, ফাহাদ হাওলাদার, আলাউদ্দিন রাসেল, শাহজহান শোভন । নাটকের আবহ সঙ্গীত করেন তাছলিমা আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্ব স্বত্ত সংরক্ষিত © ২০২৩ কৃষ্টি বাংলা নিউজ
প্রস্তুত কারক: Laksam IT - 01712-808501