নিজস্ব প্রতিনিধি।। গত ১লা মে সন্ধ্যায় টঙ্গীর মিল গেইট চত্বরে টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্চস্থ হয় নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকত রচিত, সত্য ঘটনা অবলম্বনে কল্প নাটকঃ শহীদ রাসেল। অভিজ্ঞ নাট্যজন শাহজাহান শোভনের নির্দেশনায় এ নাটকটি পরিবেশন করে ঢাকার দৌড় শিশু নাট্যদল। এটি ছিলো তাদের উদ্যোগে এ নাটকের ১৬ তম প্রদর্শনী।
নাটকটিতে অভিনয় করেনঃ আ.স.ম জাকারিয়া, শাহজাহান শোভন, অমিত হাসান, আরিফ, সালমান ফারসী, নুসরাত জাহান শুদ্ধি এবং সাজিন সাইফ৷ আবহ সঙ্গীত নিয়ন্ত্রন করেন তাছলিমা এবং আজিজ টিপু৷
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট শ্রমিক নেতা আ স ম জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বৃহত্তম কুমিল্লা সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন, টঙ্গী সরকারী কলেজ এর সাংস্কৃতিক শিক্ষক আজিজ টিপু, সুশাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর মহানগর সভাপতি মনিরুল ইসলাম রাজিব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর দপ্তর সম্পাদক অমল কৃষ্ণ রায়৷ অনুষ্ঠান পরিচালনা করেন টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের অনুষ্ঠান সম্পাদক নাদিম মোড়ল৷
উপস্থিত প্রতিটা দর্শক শেখ রাসেল নাটকটির ভুয়ষী প্রশংসা করেন। ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের নারকীয় ঘটনা অবলম্বনে রচিত কল্প নাটকঃ শহীদ রাসেল। আপনার এলাকায় এ নাটকটি মন্চায়নে আগ্রহীরা নির্দেশক শাহজাহান শোভন (017 2472 6221) এর সাথে যোগাযোগ করতে পারেন।
Leave a Reply