নাদিম মোড়ল ।। ২৫ মে ২০২৪ইং ভারতীয় হাইকমিশন ঢাকাস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এবং নেতাজী সুভাষ-কাজী নজরুল স্যোশাল ওয়েলফেয়ার ট্রাস্ট, শ্রীপুর,গাজীপুরের যৌথ আয়োজনে কাওরাইদ কালি নারায়ণ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতীয় কবি নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তীর সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ড. দিপু মণি। তিনি আরও বলেন যে, কোমলমতি শিক্ষার্থীদের জাতীয় কবির সাহিত্য চর্চা বেশি বেশি করতে হবে। যাতে তারা কবি নজরুলের চেতনায় নিজেকে বিকাশ করতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা, সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। শ্রীপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নজরুল প্রেমী দর্শক-স্রোতা ও অত্র এলাকার জনসাধারণ অনুষ্ঠান স্থলকে প্রাণবন্ত করে তুলেন। এপার-ওপার বাংলার জনপ্রিয় আবৃত্তি ও সঙ্গীত শিল্পীদের পরিবেশনা উপস্থিত দর্শক-স্রোতার মনকে আন্দোলিত করে।
Leave a Reply