নিজস্ব প্রতিবেদক ।। অপেরার নাটকের দলের প্রাণপুরুষ প্রয়াত নাট্যজন অপু আমান স্মরণে অপেরা প্রবর্তন করে “অপু আমান নাট্য সৃজন সম্মাননা”। ২০২২ থেকে প্রতিবছর অপু আমান নাট্য আসর আয়োজনের মধ্য দিয়ে থিয়েটারে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এমন একজন সৃজনশীল বহুমুখী প্রতিভার অধিকারী নাট্যপ্রাণকে এই সম্মাননায় সম্মানিত করা হয়। অপু আমানের জন্ম ও মৃত্যু তারিখের (২১জুন ১৯৭১ – ২১জানু ২০১৭) সাথে মিল রেখে সম্মাননা স্মারকটির সাথে ২১ হাজার টাকার একটি আর্থিক সম্মাননাও অন্তর্ভুক্ত থাকে। অপু আমানের প্রথম কর্ম প্রতিষ্ঠান ভিসুয়াল কমিউনিকেশন (ভিসকম) এর পক্ষ হতে অপু আমানের থিয়েটার বন্ধু ও সহকর্মী মারুফ কবির সম্মাননাটির নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছেন। অপেরা আশা করে অপু আমান নাট্য সৃজন সম্মাননাটি থিয়েটার কর্মীদের নব নব সৃজনে অনুপ্রেরণার বাহক হয়ে থাকবে।
এ বছর অপু আমান নাট্য সৃজন সম্মাননায় ভূষিত হলেন অভিনেতা নির্দেশক ও নাট্য সংগঠক তৌফিকুল ইসলাম ইমন।
“দুঃখের তিমীরে যদি জ্বলে তব মঙ্গল আলোক, তবে তাই হোক” এই স্লোগান সামনে রেখে গতকাল ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার বিকেল পাঁচটা থেকে পাঁচটি নাট্যদলের ছয়টি নাট্য প্রদর্শনী নিয়ে আয়োজিত “অপু আমান নাট্য আসর ২০২৪” এর মঞ্চে “অপু আমান নাট্য সৃজন সম্মাননা ২০২৪ এর স্মারকটি তুলে দেয়া হয় অভিনেতা নির্দেশক ও নাট্য সংগঠক তৌফিকুল ইসলাম ইমনের হাতে।
তৌফিকুল ইসলাম ইমন অভিনেতা, নির্দেশক, সংগঠক তথা সর্বক্ষণের নাট্যকর্মী। প্রাতিষ্ঠানিক পড়ালেখা করেছেন প্রাণিবিদ্যা বিষয়ে। নাট্যচর্চার শুরু গত শতাব্দীর নব্বই দশকের গোড়া থেকে – অবলোকন নাট্যচর্চা কেন্দ্রে। অবলোকন, আরণ্যক, প্রাচ্যনাটের হয়ে অসংখ্য নাটকের অভিনয় করেছেন তৌফিকুল ইসলাম ইমন। অভিনীত উল্লেখযোগ্য নাটক এর মধ্যে আছে মর্কট মামলা, সার্কাস সার্কাস, কইন্যা, রাজা এবং অন্যান্য, বনমানুষ, পুনর্জন্ম, জু স্টোরি, এ ম্যান ফর অল সিজনস, কর্নেলকে কেউ চিঠি লিখে না, আগুনযাত্রা, অ্যান ইন্সপেক্টর কল, কণ্ঠনালীতে সূর্য, বনমানুষ ইত্যাদি। নির্দেশনা দিয়েছেন বিশ-এর অধিক নাটকে। নির্দেশিত উল্লেখযোগ্য নাটক: কর্নেলকে কেউ চিঠি লিখে না, পুলসিরাত, কিনু কাহারের থেটার, খোয়াবনামা, মায়ের মুখ, গন্ডার, দ্য জ্যু স্টোরি, গাযা মনোলগস – বিষণ্ণ কমলার দেশ ইত্যাদি।
ঢাকার স্বনামধন্য স্কুল স্কলাস্টিকায় প্রায় ২৫ বছর ধরে নাটকের শিক্ষক হিসেবে যুক্ত আছেন তৌফিকুল ইসলাম ইমন। সেই সূত্রে, শিশু নাট্য-নির্দেশনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুকুমার রায়, মুনীর চৌধুরীর মৌলিক নাটক ছাড়াও শিশু-কিশোরদের জন্য অসংখ্য অনূদিত নাটক ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি।
নাট্যচর্চার ধারাবাহিকতায় তিনি যোগ দিয়েছেন দেশে এবং দেশের বাইরের বিভিন্ন থিয়েটার কর্মশালায়।
দেশে এবং দেশের বাইরে বিভিন্ন মঞ্চে অভিনয় ছাড়াও তৌফিকুল ইসলাম ইমন টেলিভিশন এবং সিনেমাতে অভিনয় করেছেন; দিয়েছেন অসংখ্য নাটক-সিনেমায় নেপথ্য কন্ঠ। সাংগঠনিকভাবে তিনি প্রাচ্যনাটের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। বর্তমানে বাংলাদেশের অন্যতম নাট্যদল হিসেবে প্রাচ্যনাট অভিনয় স্কুল, মঞ্চ এবং মিডিয়ায় অভিনয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাট্য সংগঠনটির এই সার্থক যাত্রায় তৌফিকুল ইসলাম ইমন অন্যতম একজন সংগঠক হিসেবে কাজ করছেন।
নিজের সৃজনীশক্তি নিয়ে থিয়েটারে নিয়মিত সুরভী ছড়িয়ে যাওয়া থিয়েটার অন্ত:প্রাণ নাট্যজন তৌফিকুল ইসলাম ইমন এর হাতে “অপু আমান নাট্য সৃজন সম্মাননা ২০২৪” এর স্মারকটি তুলে দিতে পেরে অপেরা আনন্দিত। স্মারকটি তাঁর আগামীর সৃজনে অনুমাত্র অনুপ্রেরণা হিসেবে কাজ করলে তাই হবে “অপু আমান নাট্য সম্মাননা”র সার্থকতা।
Leave a Reply