1. atique.kishorbddac@gmail.com : Mohammad Atiqur Rahman : Mohammad Atiqur Rahman
  2. laksamitinfo@gmail.com : gms Rubel : gms Rubel
  3. 20krishtibangla23@gmail.com : kristiadmin :
  4. shajahanshobhan@gmail.com : Shajahan Shobhan : Shajahan Shobhan
May 18, 2024, 2:58 pm
সর্বশেষ :
কবিতা ছলনা, লেখক আরিফুল ইসলাম টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন খান শওকত রচিত দৌড় শিশু নাট্যদলের শহীদ রাসেল নাটকের ১৬তম প্রদর্শনী টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের মে দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চন্দ্রবিন্দু থিয়েটার , গাজীপুরের নাট্য উৎসব শহীদ মিনারের পরিবর্তে গাজীপুর প্রেসক্লাবের বটতলায় চন্দ্রবিন্দু থিয়েটারের আয়োজনে নাট্যভূমি’র “প্রতিরোধ” নাটক প্রদর্শনী দৌড় শিশু নাট্যদলের পরিবেশনায় খান শওকতের শহীদ রাসেল নাটকের ১৫তম প্রদর্শনী নাট্যকার খান শওকত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক হলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর প্রতিনিধি সভায় টঙ্গীর সাংস্কৃতিক জাগরণে ৭টি বাস্তবায়ন কমিটি গঠন তীব্র তাপদাহের মধ্যেও বর্ষবরণ উৎসব উদযাপন করল সম্মিলিত সাংস্কৃতিক জোট গাজীপুর

টাঙ্গাইলের ধনবাড়িতে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

  • Update Time : Tuesday, May 2, 2023
  • 153 Time View

আব্দুর রহিম : টাঙ্গাইলের ধনবাড়ি  উপজেলার ভাইঘাট নামকস্থানে,  ঢাকা- জামালপুর সড়কের পাশে নিরাপদ সড়কের চেয়ে সাতদফা দাবী তুলে ২মে মঙ্গলবার  বেলা ১১টায় মানববন্ধন করেছে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের শতশত শিক্ষার্থীরা।এই মানববন্ধনে যোগদেন এলাকার সর্বস্তরের জনসাধারণ, ফলে মানববন্ধনটি মূহুর্তে বিশাল প্রতিবাদ সভায় পরিনত হয়।এতে করে ঢাকা জামালপুর সড়কে যাতায়াত কারীসকল প্রকার  যানবাহন চলাচল দু’ঘন্টা ধরে আটকা থাকে। প্রতিবাদ সভায় সাত দফা দাবী তুলে বক্তব্য রাখেন,ধনবাড়ি উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেহার লিলা বকল,ধোপাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো.আকবর হোসেন,ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক,ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যাপক সাদিকুল ইসলাম আমিন,অধ্যাপক আবু সাঈদ,ভাইঘাট স্কুলের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান ও অষ্টম শ্রেণি’র শিক্ষার্থী ফারিয়া আহমেদ ফালগুণি। তারা এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় নিরাপদ সড়কের দাবী যে সাত দফা দাবী তুলে ধরেন;এরমধ্যে নিহত সাদিয়া ও রৌশনী হত্যার বিচার ও তাদের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া ও চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর চিকিৎসা ব্যায়ভার বহন করা ,ঘাতক চালককে দ্রুত গ্রেফতার করে,তাকে ফাঁসির আওতায় আনা,ধনবাড়ি -মধুপুর হাইওয়ে সড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ করে তা বাস্তবায়ন, লাইসেন্সধারী দক্ষ চালকদ্বারা গাড়ি ড্রাইভ নিশ্চিত করা,অটো,সিএনজি ও ছোট সকল প্রকার যানবাহনকে সড়ক শৃঙ্খলায় আনা এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতন বৃদ্ধি ও সরকারি হাসপাতালে নিয়মতান্ত্রিক জটিলতা দূর করার।


উল্লেখ, গত ৩০এপ্রিল বাগিল নামকস্থানে বাসের চাপায় ভাইঘাট উচ্চ বিদালয়ের দুই শিক্ষার্থীসহ মারা গেছে ৪জন।মারাত্মক আহত আরো দুইজন শিক্ষার্থীর একজন ময়মনসিংহে ও অন্য আরেকজন ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে। এই সড়কে গত এক বছরে ২৬জন সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে ।  প্রত্যক্ষদর্শীরা জানান,গত ৩০এপ্রিল ,জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেট্রে-ব১৫-৯৩২২নম্বরের বেপোরোয়া গতির যাত্রীবাহি  একটি বাসটি বাগিল থেকে ভাইঘাটের  দিকে ছেড়ে আসা একটি অটো ও একটি রিকশাকে চাঁপা দিলে অটো চালক গোলাম মোস্তফা (৫০),ও রিকশা চালক আব্দুল হাকিম(৬০)  ঘটনাস্থলে মারা যান।নিহত অটোচালক মোস্তাফার বাড়ি গোপালপুরে,রিকশাচালক হাকিমের বাড়ি ধনবাড়ি উপজেলার নরিল্ল্যা।      অপর নিহত দু’জন হলো, অটোযাত্রী ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি’র শিক্ষার্থী মো.কালাম আজাদের মেয়ে  রৌশনী(১৪)কে  ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মধুপুর উপজেলার মুলাবাড়ি গ্রামের হাসান আলীর মেয়ে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির সাদিয়া (১৪), ময়মনসিংহ মেডিকেল  হাসপাতালের আইসিইউতে মারে গেছে।মারাত্মক আহত বাকী দু’জনের মধ্যে মধুপুর উপজেলার ক.ফ কোনাবাড়ি মো.আছর আলীর মেয়ে আফসানা (১১) ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরজন ধনবাড়ি উপজেলার ভাইঘাটের বাগিল গ্রামের মো.জয়নাল আবেদীনের মেয়ে বিথী আকতার (১২)কে উন্নত  চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে। এবিষয় ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দীন বলেন,”বাসটি জব্দ করা হয়েছে, চালক,হেলপার পলাতক, তাদের গ্রেফতারে অভিযান চলছে। সড়ক সংশ্লিষ্ট যানবাহনের মালিক,শ্রমিক এবং যাত্রীদের সমন্বয়ে সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনার সকল প্রকার ব্যবস্থা দ্রুত গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্ব স্বত্ত সংরক্ষিত © ২০২৩ কৃষ্টি বাংলা নিউজ
প্রস্তুত কারক: Laksam IT - 01712-808501